প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 26, 2025 ইং
বিএনপি'র ৫ আসনের, মনোনয়নপত্র গ্রহণ করলেন, মাসুদুজ্জামান মাসুদ এর পক্ষে।

,পারভিন আক্তার,নারায়ণগঞ্জ প্রতিনিধি,
আগামী দ্বাদশ নির্বাচনে, নারায়ণগঞ্জের ৫ আসনের, বিএনপি'র মনোনীত প্রার্থী, আলহাজ্ব মাসুদুজ্জামান মাসুদ এর পক্ষে নমিনেশন পেপার গ্রহণ করলেন, জেলা প্রশাসকের কার্যালয়,
উপস্থিত ছিলেন,
আতাউর রহমান, মুকুল, সাবেক বন্দর উপজেলার চেয়ারম্যান,
মোঃ মনির হোসেন, মোঃ ঝন্টু সাবেক কমিশনার, খোরশেদ আলম স্বপন, কৃষক দল মহানগরের নেতা,
অহিদুল ইসলাম ছককু, সাবেক কমিশনার ১১ নম্বর ওয়ার্ড,
মোহাম্মদ সায়েদ,
মোহাম্মদ সাখাওয়াত ইসলাম রানা, স্বেচ্ছাসেবক দলের মহানগরের আহ্বায়ক, বিভিন্ন নেতৃবৃন্দ,
তাদের দাবি, বিএনপি কেন্দ্রীয় কমিটি, এখনো পর্যন্ত, মাসাদুজ্জামান মাসুদকে নারায়ণগঞ্জের ৫ আসনের প্রার্থী হিসেবে বলবৎ আছেন। তার ধারাবাহিকতায় পাঁচ আসনের বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র গ্রহণ করেছে।
এবং তারা জানান মাসুদুজ্জামান মাসুদ একজন সৎ ও নিষ্ঠামান ব্যক্তিত্ব, জনদরদীধি গরিবের বন্ধু, এবং দল তাকে নোমিনেশন দিলে বিপুল ভোটে ধানের শীষে জয় বয়ে আনবেন ও নারায়ণগঞ্জের সবচেয়ে বেশি ভোটে বিজয় হবেন বলে তাদের ধারণা, তাই সবার কাছে দোয়া চান মাসুদুজ্জামান মাসুদ এর জন্য।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24